হোমরাজ্যগরমে চরম অস্বস্তি, কবে মিলবে রেহাই, কী বার্তা হাওয়া অফিসের

গরমে চরম অস্বস্তি, কবে মিলবে রেহাই, কী বার্তা হাওয়া অফিসের

গরমে চরম অস্বস্তি, কবে মিলবে রেহাই, কী বার্তা হাওয়া অফিসের

এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ শেষ হতে চলল। এখনও পর্যন্ত কালবৈশাখীর দেখা নেই। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, গত কয়েক বছরে এমনটি দেখা যায়নি। এর জন্য বিশ্ব উষ্ণায়নকেই দায়ী করছেন তাঁরা।

একটানা গরমে হাঁসফাঁস করছেন রাজ্যবাসী। এর মধ্যেই বৃষ্টি বা কালবৈশাখী নিয়ে কোনও স্বস্তির খবর শোনাতে পারেনি আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

তবে বঙ্গোপসাগরের ওপর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তার জেরে বৃষ্টি হলেও হতে পারে। আগামী শুক্রবার থেকে রবিবারের মধ্যে এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সেই বৃষ্টিতে যে খুব একটা স্বস্তি মিলতে পারে, এমনটা কিন্তু নয়। বড়জোর হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করলে, তা থেকে মেঘ তৈরি হবে, যার পরিণতি হিসেবে সামান্য বৃষ্টির দেখা মিললেও মিলতে পারে।

তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রার খুব একটা হেরফের ঘটবে না। কলকাতায় তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়ায় তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরেই থাকবে।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img