১৪তম বর্ষে পা দিল ভারত সংস্কৃতি উৎসব। আগামী ২৩ ডিসেম্বর কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে এ বছরের উৎসব। চলবে ডিসেম্বরের ৩০ তারিখ পর্যন্ত।
ভারত সংস্কৃতি উৎসবের সচিব প্রসেনজিৎ পোদ্দার জানিয়েছেন, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত আইসিসির অডিটোরিয়ামে বিভিন্ন অনুষ্ঠান হবে।
এবারের উৎসবে বিভিন্ন বিভাগে সেরা প্রতিযোগীরা ১ বছরের জন্য আর্থিক বৃত্তি, নগদ পুরস্কার, বিনা খরচে বিদেশ ভ্রমণ ও অনুষ্ঠান করার সুযোগ পাবেন।
সাংবাদিক বৈঠকে প্রসেনজিৎবাবু বলেন, সাংস্কৃতিক কাজকর্মের পাশাপাশি আমফান ও ইয়াস ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত সুন্দরবন এলাকার ৪৬০০ পরিবারের কাছে তাঁরা ত্রাণ সামগ্রীও পৌঁছে দিয়েছেন।