হোমকলকাতাকলকাতার নগেন্দ্র মঠে ব্রহ্মময়ী কালীপুজো

কলকাতার নগেন্দ্র মঠে ব্রহ্মময়ী কালীপুজো

কলকাতার নগেন্দ্র মঠে ব্রহ্মময়ী কালীপুজো

পশ্চিমে যাওয়ার আগে তাঁর আশীর্বাদ নিয়েছিলেন পরমহংস যোগানন্দ (Paramahansa Yogananda)। সেই “ভাদুড়ী মহাশয়” ( Bhaduri Mahasaya) অর্থাৎ পরমহংস মহর্ষি নগেন্দ্রনাথের শেষ জীবনের সাধন ভূমি কলকাতার শ্রীশ্রীনগেন্দ্র মঠে গতকাল কালীপুজো উপলক্ষে ছিল নিত্য পূজা-অর্চনার সঙ্গে যজ্ঞ।

২০ অক্টোবর মঠে ব্রহ্মময়ী কালীর দর্শন এবং পুজো উপলক্ষে সকাল থেকেই ছিল ভক্ত – দর্শনার্থীদের ভিড়। রাত্রে আলোর মালায় মঠকে সাজানো হয়। গত রাতে কালীপুজোর আগের পর্বে ছিল মহর্ষি নগেন্দ্রনাথের বিশেষ পুজো। পরে ছিল মঠের প্রতিষ্ঠিত দেবী প্রতিমায় কালী পুজো।

শ্রীশ্রীনগেন্দ্র মঠের সম্পাদক ড. রবীন্দ্রনাথ কর বলেন, সনাতন ধর্মের প্রচার এবং প্রসারে মহর্ষিদেবের ভূমিকা স্মরণে রেখেই আমরা মঠের সমস্ত ধর্মীয় পরম্পরা অনুসরণ করা হয়।

মহর্ষি নগেন্দ্রনাথের পরিবারের পক্ষ থেকে তাঁর প্রপৌত্রীর পুত্র ড. শুভদীপ বন্দ্যোপাধ্যায় জানান, ভাদুড়ী মহাশয় অর্থাৎ পরমহংস মহর্ষি নগেন্দ্রনাথের শেষ জীবনের সাধন ভূমি এই মঠ আসলে এক সিদ্ধ পীঠ। এখানে প্রতিদিন মা ব্রহ্মময়ী কালীর পুজো হয়।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img