হোমকলকাতাকলকাতায় প্রথম ক‍রোনা আক্রান্ত ইংল্যান্ড-ফেরত তরুণ

কলকাতায় প্রথম ক‍রোনা আক্রান্ত ইংল্যান্ড-ফেরত তরুণ

কলকাতায় প্রথম ক‍রোনা আক্রান্ত ইংল্যান্ড-ফেরত তরুণ

কলকাতা: কলকাতায় প্রথম করোনা আক্রান্তের হদিশ মিলল৷ বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি ইংল্যান্ড ফেরত এক তরুণ৷ আইডি হাসপাতালে স্পেশাল আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে তাঁকে৷ ওই তরুণ যাঁদের সংস্পর্শে এসেছেন তাঁদেরও কড়া পর্যবেক্ষণে রেখেছেন ডাক্তাররা৷

সংক্রামিত তরুণের মা-বাবা ও পরিবারের অন্যদের বেলেঘাটা আইডিতে কোয়েরান্টাইনে রাখা হয়েছে৷

বেলেঘাটা আইডি হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত স্টেজ-২ পর্যায়ে রয়েছে ওই তরুণের করোনা সংক্রমণ৷ ডাক্তাররা জানিয়েছেন, ওই তরুণকে বিশেষ আইসোলেশনে রাখা হলে তাঁর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দ্বারাই তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে পারেন৷

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img