হাইকোর্টের নির্দেশের পরপরই রাজ্যে ভোট-পরবর্তী হিংসার তদন্তে তৎপর হয়ে উঠল সিবিআই। তদন্তের জন্য ইতিমধ্যে দলও তৈরি করা হয়েছে। শুক্রবার সিবিআই সূত্রে জানানো হয়েছে, তদন্তের জন্য চারটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। প্রতিটি দলে থাকবেন ছ’জন করে সদস্য। প্রতিটি দলের নেতৃত্বে থাকবেন জয়েন্ট ডিরেক্টর বা যুগ্ম অধিকর্তা পদ মর্যাদার এক জন করে অফিসার।
বাংলায় ভোট পরবর্তী হিংসা নিয়ে বৃহস্পতিবার তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ অনুযায়ী, খুন, ধর্ষণ, অস্বাভাবিক মৃত্যুর মতো গুরুতর অভিযোগের তদন্ত করবে সিবিআই। এছাড়া, অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ ঘটনার তদন্ত করবে তিন আইপিএস অফিসারকে নিয়ে গঠিত সিট বা বিশেষ তদন্তকারী দল।