কলকাতার বুকে করোনায় মৃত্যু হল এক তরুণের। আশিস হালদার নামে বছর চব্বিশের ওই তরুণ জ্বর ও শ্বাসকষ্ট সমস্যা নিয়ে ন্যাশনাল মেডিক্যাল কলেজে ভর্তি ছিলেন। পরে অবস্থার অবনতি হলে, দক্ষিণ কলকাতার রিজেন্ট পার্ক এলাকার বাসিন্দা আশিসকে বেলেঘাটা আই ডি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রবিবার রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়।
মৃত্যুর পর হাসপাতাল কর্তৃপক্ষ পরিবারের হাতে দেহ তুলে দিতে অস্বীকার করে বলে অভিযোগ। এই নিয়ে দীর্ঘ টানাপোড়েন চলে।
শেষ পর্যন্ত ১৬ ঘণ্টা পর সোমবার দুপুরে কলকাতা পুরসভার গাড়িতে করে ধাপায় তাঁর দেহ পাঠানো হয়। সেখানেই দাহকার্য সম্পন্ন করা হয়।
গত জানুয়ারি মাসে কলকাতার এক বেসরকারি হাসপাতালে করোনা আক্রান্ত এক বৃদ্ধের মৃত্যু হয়েছিল। তারপর এই মৃত্যুর ঘটনা চিকিৎসকদের চিন্তায় ফেলেছে। সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন তাঁরা।