নিউটাউনের এনকেডিএ ক্রিকেট গ্রাউন্ডে রবিবার থেকে শুরু হয়েছে কর্পোরেট ক্রিকেট টুর্নামেন্ট। ন্যাশনাল ইনস্যুরেন্স হেড অফিস রিক্রিয়েশন ক্লাব আয়োজিত এই টুর্নামেন্টে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত সংস্থা, তথ্য-প্রযুক্তি কোম্পানি এবং বিএফএসআই কর্পোরেটের ১২টি দল অংশ নিয়েছে। টুর্নামেন্ট শুরু হয়েছে ৯ ফেব্রুয়ারি থেকে। চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত।
ন্যাশনাল ইনস্যুরেন্স হেড অফিস রিক্রিয়েশন ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দাস জানিয়েছেন, ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলা ৮ দিনের এই টুর্নামেন্টের উদ্দেশ্য হল, বিভিন্ন কর্পোরেট সংস্থার মধ্যে সমন্বয় গড়ে তোলার পাশাপাশি খেলোয়াড়দের ক্রীড়া দক্ষতা তুলে ধরা। এ ধরনের প্রতিযোগিতা পারস্পরিক সম্পর্ককে আরও মজবুত করবে বলে তাঁর আশা।
ন্যাশনাল ইনস্যুরেন্স ছাড়াও প্রতিযোগিতায় যে সব উল্লেখযোগ্য দল অংশ নিয়েছে, তার মধ্যে রয়েছে, ইউনাইটেড ইনস্যুরেন্স, ইউকো ব্যাঙ্ক, বিএসএনএল, ওরিয়েন্টাল ইনস্যুরেন্স, ইনফোসিস, কগনিজেন্ট সহ বেশ কয়েকটি প্রথম সারির তথ্য-প্রযুক্তি সংস্থা।