আলফা, ওমিক্রনের পর এবার ভারতে হাজির করোনার নয়া রূপ এক্সই (XE)। ইতিমধ্যে মুম্বইয়ে দক্ষিণ আফ্রিকা ফেরত এক মহিলার শরীরে এর জীবাণু মিলেছে। তবে তিনি উপসর্গহীন ছিলেন। এখন অবশ্য তিনি সুস্থ হয়ে উঠেছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) ইতিমধ্যেই জানিয়েছে, এই ভাইরাসটি ওমিক্রনের বিএ.২ রূপের তুলনায় প্রায় ১০ গুণ বেশি সংক্রামক। জানা গেছে, মুম্বইয়ে এক্সই-র পাশাপাশি কোভিডের আর একটি রূপ কাপ্পারও খোঁজ মিলেছে।
এক্সই সংক্রমণের উপসর্গগুলি হল, কাঁপুনি দিয়ে জ্বর, কাশি, শ্বাসকষ্ট, মাথা যন্ত্রণা, গলা ব্যথা, ডায়েরিয়া, ক্লান্তি, গা-হাত-পায়ে ব্যথা, স্বাদ ও গন্ধের অনুভূতিতে বদল, খিদে কমে যাওয়া, নাক দিয়ে জল পড়া বা নাক বন্ধ হয়ে যাওয়া প্রভৃতি।
গত ১৯ জানুয়ারি ব্রিটেনে করোনাভাইরাসের এক্সই রূপটি প্রথম চিহ্নিত হয়েছিল। এখনও পর্যন্ত ব্রিটেনে ৬৩৭টি এক্সই সংক্রমণের ঘটনা চিহ্নিত হয়েছে। তবে সংক্রমণ ক্ষমতা প্রবল হলেও করোনার এই নয়া রূপটির মারণক্ষমতা কম বলেই প্রাথমিকভাবে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।