হোমসাহিত্য-সংস্কৃতিযুব দলিত সাহিত্য ফোরামের পুনর্মিলন অনুষ্ঠান

যুব দলিত সাহিত্য ফোরামের পুনর্মিলন অনুষ্ঠান

যুব দলিত সাহিত্য ফোরামের পুনর্মিলন অনুষ্ঠান

সম্প্রতি পাটনায় হয়ে গেল যুব দলিত সাহিত্যকার মঞ্চের পুনর্মিলন অনুষ্ঠান। এই উপলক্ষে কবিতা ও আলোচনা চক্রের আয়োজন করা হয়েছিল। বিশিষ্ট লেখক ডঃ জয়প্রকাশ করদম, দলিত লেখক সমিতির সভাপতি অনিতা ভারতী, বিশিষ্ট মারাঠি কবি দামোদর মোরে এবং সমালোচক ডঃ বিপিন কুমারের অভিনন্দন বার্তা দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানে পি এন দাস কলেজের অধ্যাপক অজয় ​​চৌধুরী প্রতিষ্ঠানের উদ্দেশ্য তুলে ধরেন।

অনুষ্ঠানে হিন্দি ও বাংলার দলিত লেখক এবং বিশিষ্ট ব্যক্তিদের উত্তরীয় ও স্মারক দিয়ে সম্মানিত করা হয়। সিম্পোজিয়ামের প্রথম অধিবেশনে ‘দলিত সাহিত্যের সৃজনশীলতা ও নতুন সম্ভাবনা’ শীর্ষক বিতর্ক অনুষ্ঠিত হয়। বিশ্ব ভারতী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর রণবীর সুমেধ ভগবান তাঁর বক্তব্যে দলিত আন্দোলন এবং মারাঠি ও হিন্দি সাহিত্যের তুলনামূলক আলোচনা করেন।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img