হোমরাজ্যদুর্গোৎসবের দিনগুলিতে শিয়ালদহ থেকে প্রতি রাতে চলবে ৩১টি বিশেষ ট্রেন

দুর্গোৎসবের দিনগুলিতে শিয়ালদহ থেকে প্রতি রাতে চলবে ৩১টি বিশেষ ট্রেন

দুর্গোৎসবের দিনগুলিতে শিয়ালদহ থেকে প্রতি রাতে চলবে ৩১টি বিশেষ ট্রেন

দুর্গোৎসবের দিনগুলিতে যাত্রীদের সুবিধার্থে শিয়ালদহ ডিভিশনে ৩১টি স্পেশাল লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে পূর্ব রেলের পক্ষ জানানো হয়েছে, পঞ্চমীর রাত (২৭-২৮ সেপ্টেম্বর) থেকে নবমীর রাত (১-২ অক্টোবর) পর্যন্ত এই বিশেষ লোকাল ট্রেনগুলি চালানো হবে। এর মধ্যে ১৯টি স্পেশাল ট্রেন চলবে শিয়ালদা মেন এবং উত্তর শাখায়। আর শিয়ালদা দক্ষিণ শাখায় ১২টি স্পেশাল লোকাল ট্রেন চলবে। অর্থাৎ পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী এবং নবমী, এই পাঁচ দিনে সব মিলিয়ে মোট ১৫৫টি স্পেশাল লোকাল ট্রেন চালানো হবে।

শিয়ালদহ মেন ও নর্থ শাখায় পুজো স্পেশাল ট্রেন:

১) শিয়ালদহ-রানাঘাট-নৈহাটি-শিয়ালদহ: রাত ৯ টা ৪০ মিনিট থেকে রাত ৩ টে ১০ মিনিট পর্যন্ত ৬ টি ট্রেন চালানো হবে। ২টি ট্রেন চলবে শিয়ালদা-রানাঘাট শাখায়। নৈহাটি-রানাঘাট লাইনে চলবে ২টি ট্রেন। আর ২ টি ট্রেন চলবে শিয়ালদা-নৈহাটি লাইনে।

২) শিয়ালদহ-কল্যাণী লোকাল: ৪টি পুজো স্পেশাল লোকাল ট্রেন চালানো হবে। রাত ৯ টা ১০ মিনিট থেকে রাত ২ টো ৫৫ মিনিট পর্যন্ত চলবে স্পেশাল ট্রেন।

৩) বনগাঁ-বারাসত-শিয়ালদহ লোকাল: রাত ১০ টা ২০ মিনিট থেকে ভোর ৪ টে ৩০ মিনিট পর্যন্ত মোট ৪টি স্পেশাল ট্রেন চালানো হবে। এর মধ্যে ২টি ট্রেন চলবে শিয়ালদা-বনগাঁ শাখায়। ২টি ট্রেন চলবে শিয়ালদা-বারাসত শাখায়।

৪) রানাঘাট-নৈহাটি-কৃষ্ণনগর লোকাল:
রাত ১১ টা ৪৫ মিনিট থেকে ভোর ৪ টে ৫৫ মিনিট পর্যন্ত ৫টি স্পেশাল লোকাল ট্রেন চালানো হবে। রানাঘাট-কৃষ্ণনগর শাখায় ১টি, কৃষ্ণনগর-নৈহাটি শাখায় ২টি, কৃষ্ণনগর-কল্যাণী শাখায় ১টি এবং কল্যাণী-রানাঘাট শাখায় ১টি লোকাল ট্রেন চলবে।

শিয়ালদহ দক্ষিণ শাখা:
১) শিয়ালদহ-বারুইপুর: রাত ১১ টা ৪০ মিনিট থেকে ভোর ৪ টে ৩০ মিনিট পর্যন্ত ৬টি লোকাল ট্রেন চলবে। শিয়ালদা-বারুইপুর লাইনে চলবে ২টি স্পেশাল লোকাল ট্রেন। ৪টি লোকাল ট্রেন চলবে বালিগঞ্জ-বারুইপুর লাইনে।

২) শিয়ালদহ-বজবজ: রাত ১১ টা ৩০ মিনিট থেকে রাত ৩ টে ৪০ মিনিট পর্যন্ত ৬টি স্পেশাল লোকাল ট্রেন চালানো হবে। শিয়ালদা-বজবজ লাইনে চলবে ২টি স্পেশাল লোকাল ট্রেন। নিউ আলিপুর-বজবজ লাইনে ৪টি স্পেশাল লোকাল ট্রেন চলবে।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img