গৌড়ীয় মিশনের প্রতিষ্ঠাতা প্রভুপাদ শ্রীল ভক্তি-সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীর ১৫০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে একগুচ্ছ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। অনুষ্ঠানের সূচনা হচ্ছে পুরীতে, আগামী ২০ ফেব্রুয়ারি। ওইদিন পুরীতে হাজির থাকবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
২০২৫-এর ফেব্রুয়ারিতে এক মেগা ইভেন্টের মাধ্যমে কলকাতায় অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। ৩ বছর ধরে চারটি ভিন্ন বিভাগে নানা ধরনের অনুষ্ঠান থাকছে। এর মধ্যে রয়েছে, আন্তর্জাতিক কার্যক্রম, জাতীয় শ্রদ্ধার্ঘ্য, সামাজিক সমীক্ষা, প্রকাশনা ও ডিজিটাল লাইব্রেরি (সংস্কৃত, বাংলা, হিন্দি, ওড়িয়া, অসমীয়া, ফরাসি এবং ইংরেজি)। ৯টি বিদেশের ৯টি এবং ভারতের ১৯টি শহরে শ্রীল প্রভুপাদের শিক্ষা প্রচারের জন্য থাকছে শতাধিক ইভেন্ট এবং প্রকল্প।
১৮৭৪ সালের ১৮ ফেব্রুয়ারি পুরীতে জন্মগ্রহণ করেছিলেন শ্রীল প্রভুপাদ। এবং ১৯৩৭-এ কলকাতার বাগবাজারে তিনি দেবত্বলাভ করেছিলেন বলে ভক্তদের বিশ্বাস। গৌড়ীয় মিশনের প্রতিষ্ঠাতার পাশাপাশি তিনি একে বৈষ্ণবদের একটি সাংগঠনিক রূপ দিয়েছিলেন।
তিনিই প্রথম ভারতীয় যিনি ধর্মকে ইউরোপীয় দেশগুলিতে ছড়িয়ে দিয়েছিলেন। গোটা বিশ্বে ৬৪টি গণিত কেন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন তিনি।