প্রায় দু’বছর পর রাজ্যে আবার প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুল চালু হতে চলেছে। ১৬ ফেব্রুয়ারি, বুধবার থেকেই সপ্তম শ্রেণি পর্যন্ত রাজ্যের সমস্ত প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্কুল খুলে যাচ্ছে। সোমবার কোভিডবিধি সংক্রান্ত এক নির্দেশিকা জারি করেছে নবান্ন। ওই নির্দেশিকায় প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্কুল খোলার কথা বলা হয়েছে। সেইসঙ্গে খুলে যাচ্ছে অঙ্গনওয়ারি কেন্দ্রগুলিও।
নবান্নের জারি করা নির্দেশিকা অনুযায়ী, যাবতীয় কোভিডবিধি মেনেই স্কুল চালু করতে হবে। তবে স্কুলগুলিকে কী কী ব্যবস্থা নিতে হবে, সে ব্যাপারে বিস্তারিত জানাবে রাজ্য স্কুল শিক্ষা দফতর।
ইতিমধ্যে স্কুলগুলিতে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাস চালু হয়ে গিয়েছে। খুলেছে কলেজ, বিশ্ববিদ্যালয়ও। গত সপ্তাহে নেতাজি ইন্ডোরে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, বাচ্চাদের স্কুল খোলার ব্যাপারেও চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার। তিনি বলেছিলেন, “৫০ শতাংশ পড়ুয়া নিয়ে সপ্তম শ্রেণি পর্যন্ত স্কুল চালু করার ব্যাপারে চিন্তা-ভাবনা চলছে।” তারই সূত্র ধরে বুধবার স্কুল খোলার কথা ঘোষণা করা হল।