হোমঅন্যান্যঅতিমারীর মধ্যেই আবাসন তৈরিতে নজির বেঙ্গল পিয়ারলেসের

অতিমারীর মধ্যেই আবাসন তৈরিতে নজির বেঙ্গল পিয়ারলেসের

অতিমারীর মধ্যেই আবাসন তৈরিতে নজির বেঙ্গল পিয়ারলেসের

উচ্চবিত্ত মানুষের নয়া ঠিকানা হতে চলেছে অভিদীপ্তা আবাসন (ফেজ টু)। ২.৬৩ একর জমির ওপর বাইপাসের ধারে গড়ে ওঠা এই অভিজাত আবাসনে থাকছে ৪৭ তলাবিশিষ্ট দুটি টাওয়ার। ডায়মন্ড ও প্ল্যাটিনাম নামের দুটি টাওয়ারের কাজ চলছে জোরকদমে। অতিমারীর মধ্যেই প্ল্যাটিনাম টাওয়ারের৪৭তম তলের কাজ ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে।

এই উপলক্ষে শনিবার এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল এর নির্মাণের দায়িত্বে থাকা বেঙ্গল পিয়ারলেস হাউজিং গোষ্ঠী। অনুষ্ঠানে রাজ্যের বিধায়ক মদন মিত্র কোভিড পরিস্থিতির মধ্যে দ্রুত কাজ শেষের জন্য বেঙ্গল পিয়ারলেসের প্রশংসা করেন।

Bengal Peerless Housing Development Company Ltd-এর সিইও কেতন সেনগুপ্ত বলেন, “লকডাউনের প্রথম দিকে নির্মাণ কাজ বন্ধ রাখতে হয়েছিল। কিন্তু পরে দ্রুততার সঙ্গে প্রকল্পের অনেক কাজ শেষ করা হয়েছে।” আগামী বছরের শেষদিকে পুরো শেষ করা সম্ভব হবে বলে তিনি আশাপ্রকাশ করেন।

১৯৯৪ থেকে যাত্রা শুরু করে বেঙ্গল পিয়ারলেস এ পর্যন্ত প্রায় পাঁচ হাজার ইউনিট বাড়ি তৈরি করেছে। সংস্থার লক্ষ্য হল, আগামী চার বছরের মধ্যে আরও ৩ হাজার ইউনিট বাড়ি তৈরি করা।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img