হোমPlot1হেরিটেজ বিল্ডিং-এর তকমা পেল 'সাঁঝের আটচালা'

হেরিটেজ বিল্ডিং-এর তকমা পেল ‘সাঁঝের আটচালা’

হেরিটেজ বিল্ডিং-এর তকমা পেল ‘সাঁঝের আটচালা’

শুভদীপ রায় চৌধুরী
দশকের পর দশক জুড়ে দীর্ঘ ইতিহাসের সাক্ষী এই বড়িশা। একসময়ে কলকাতা, গোবিন্দুপুর ও সুতানুটি সহ একাধিক গ্রামের থেকেও উন্নত ছিল এই বড়িশা। সেকালের ইতিহাসের সাক্ষী হিসেবে এই অঞ্চলে দাঁড়িয়ে রয়েছে একাধিক ঐতিহাসিক স্তম্ভ। আর সেগুলির অন্যতম ‘সাঁঝের আটচালা’।

১৬০৮-এ রায় লক্ষ্মীকান্ত মজুমদার চৌধুরী জমিদারি পাওয়ার পর ১৬১০ সালে এই বড়িশাতেই আটচালার চণ্ডীমণ্ডপ তৈরি করে সপরিবার দুর্গাপুজো শুরু করেন কলিকাতায়। সেই দুর্গাপুজো আজও সাড়ম্বরে অনুষ্ঠিত হয়।

অপরদিকে শহর কলকাতার প্রথম পাকা রাস্তা লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায় তৈরি করেছিলেন হালিশহর থেকে বড়িশা হয়েই কালীঘাট পর্যন্ত। আবার ১৬৯৮ সালে জোব চার্নকের জামাতা চার্লস আয়ারের সঙ্গে এই আটচালাতেই তিনটি গ্রামের প্রজাস্বত্ব হস্তান্তরিত হয় বার্ষিক ১৩০০ টাকা খাজনার বিনিময়ে। নানান ইতিহাসের সাক্ষী এই আটচালা কলকাতা পুরসভার থেকে হেরিটেজ বিল্ডিং-এর তকমা পেয়েছে।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img