হোমPlot1১০০ বছরের মধ্যে উষ্ণতম অক্টোবর, বাংলায় শীতের আগমন নিয়ে বার্তা হাওয়া অফিসের

১০০ বছরের মধ্যে উষ্ণতম অক্টোবর, বাংলায় শীতের আগমন নিয়ে বার্তা হাওয়া অফিসের

১০০ বছরের মধ্যে উষ্ণতম অক্টোবর, বাংলায় শীতের আগমন নিয়ে বার্তা হাওয়া অফিসের

নভেম্বর মাস এসে গেলেও শীতের দেখা নেই। দিল্লির মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, নভেম্বর মাসে উত্তর-পশ্চিম ভারতের বিভিন্ন অংশে গরমের অনুভূতি তুলনামূলকভাবে বেশিই হতে পারে। অক্টোবর মাসেও স্বাভাবিকের তুলনায় বেশিই ছিল তাপমাত্রা। গত এক শতাব্দীরও বেশি সময়ে অক্টোবর মাসে ভারতে এবারই সবচেয়ে বেশি গরম পড়েছে।

১৯০১ সালের পর এ বছরই ছিল ভারতের উষ্ণতম অক্টোবর। দেশের গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১.২৩ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। মৌসম ভবনের মহানির্দেশক মৃত্যুঞ্জয় মহাপাত্র এর জন্য পশ্চিমি ঝঞ্ঝার অনুপস্থিতি এবং বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপকে দায়ী করেছেন। তাঁর মতে,  নিম্নচাপের কারণে জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করেছে। তাই অক্টোবর মাসে দেশে গড় তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ২৬.৯২ ডিগ্রি সেলসিয়াসে, যা ১৯০১ সালের পর থেকে অক্টোবর মাসে দেশের সর্বোচ্চ গড় তাপমাত্রা। ১৯০১-এর অক্টোবরে দেশের গড় তাপমাত্রা ছিল ২৫.৬৯ ডিগ্রি সেলসিয়াস। অক্টোবরে দেশে সর্বনিম্ন তাপমাত্রার গড় ছিল ২১.৮৫ ডিগ্রি সেলসিয়াস,  যেখানে স্বাভাবিক সর্বনিম্ন তাপমাত্রা থাকার কথা ২০.০১ ডিগ্রি সেলসিয়াস।

মৌসম ভবনের তথ্য অনুযায়ী, উত্তর-পশ্চিম ভারতে তাপমাত্রা কমার জন্য উত্তর-পশ্চিম দিক থেকে বাতাস প্রবেশ করা প্রয়োজন। কিন্তু তা এখনই হচ্ছে না। সেইসঙ্গে ওই অঞ্চল থেকে বর্ষা এখনও পুরোপুরি বিদায় না নেওয়ায় তাপমাত্রা নিম্নমুখী হতে পারছে না। তাই আরও অন্তত দুই সপ্তাহ উত্তর-পশ্চিম ভারতে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকতে পারে। তার পরে ধীরে ধীরে কমে স্বাভাবিকের দিকে আসার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস  মৌসম ভবনের।

মূলত উত্তর-পূর্ব ভারতে আবহাওয়ার এই পরিস্থিতির কারণে দেশের সর্বত্র গড় তাপমাত্রার উপর প্রভাব পড়তে চলেছে। তবে বাংলা-সহ বেশ কিছু জায়গায় নভেম্বর থেকেই শীতের আমেজ অনুভব করা যাবে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী চার দিনে দক্ষিণবঙ্গে, বিশেষত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি কমতে পারে। তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি কমতে পারে উত্তরের জেলাগুলিতেও। সে ক্ষেত্রে আগামী সপ্তাহে তাপমাত্রা কমলে শীতের আমেজ অনুভূত হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও বাংলায় এখনই আনুষ্ঠানিক ভাবে শীত পড়ার সম্ভাবনা নেই। তাতে আরও কিছুটা সময় লাগবে।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img