হোমঅন্যান্যস্বাধীনতা দিবসে বৃদ্ধাশ্রমের আবাসিকদের পাশে 'আনন্দধ্বনি'

স্বাধীনতা দিবসে বৃদ্ধাশ্রমের আবাসিকদের পাশে ‘আনন্দধ্বনি’

স্বাধীনতা দিবসে বৃদ্ধাশ্রমের আবাসিকদের পাশে ‘আনন্দধ্বনি’

স্বাধীনতা দিবসে সাংস্কৃতিক সংগঠন ‘আনন্দধ্বনি’র প্রশংসনীয় উদ্যোগ। মঙ্গলবার দেশের ৭৭তম স্বাধীনতা দিবসে বৃদ্ধাশ্রমের আবাসিকদের পাশে দাঁড়ালেন সংগঠনের সদস্যরা। সকালে নিউ গড়িয়ায় ‘দেবাঙ্গন ওল্ড এজ হোম’ নামে এক বৃদ্ধাবাসে বিনা খরচে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছিল। সেখানে বৃদ্ধাশ্রমের ২১ জন আবাসিকের স্বাস্থ্য পরীক্ষার করা হয়। তাঁদের হাতে তুলে দেওয়া হয় প্রয়োজনীয় ওষুধ সামগ্রীও। সেইসঙ্গে উপহার হিসেবে নিত্যপ্রয়োজনীয় কিছু জিনিসপত্র তাঁদের প্রদান করা হয়।

বিকেলে বাঙ্গুরের কলকাকলি মুক্ত মঞ্চে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আসর। সেখানে দর্শকদের ভিড়ে ঠাসা প্রেক্ষাগৃহে ৭টি গোষ্ঠীর পক্ষ থেকে নাচ, গান এবং আবৃত্তি পরিবেশন করা হয়। অনুষ্ঠানে আইসিসিআর-এর প্রাক্তন আঞ্চলিক অধিকর্তা গৌতম দে এবং নারী পাচার রোধে বিশেষ ভূমিকার জন্য পুলিশ আধিকারিক কাকলি ঘোষ কুণ্ডুকে বিশেষ সম্মান জানানো হয়।

আনন্দধ্বনির সম্পাদিকা সঙ্গীত শিল্পী জয়তী চক্রবর্তী বলেন, “এভাবে একটু অন্যভাবে স্বাধীনতা দিবস উদযাপন করতে পেরে আমরা আনন্দিত। পেশাগত এবং অন্যান্য কারণে দীর্ঘদিন ধরে যাঁরা সাংস্কৃতিক চর্চা থেকে দূরে সরে গিয়েছিলেন, তাঁদেরও অনুষ্ঠানের সুযোগ করে দিয়েছি। মানুষের সঙ্গে মানুষের মেলবন্ধনই আমাদের লক্ষ্য।” মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে আনন্দধ্বনি কাজ করে যাবে বলে জানান জয়তীদেবী।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img