ওভালে দুরন্ত জয় ভারতের, বিধ্বংসী বুমরা ভাঙলেন কপিলের রেকর্ড

india test
ছবি রয়টার্স

ওভালের (Oval) মাঠে দুরন্ত জয় পেল ভারত (India)। চতুর্থ টেস্টে ইংল্যান্ডকে ১৫৮ রানে হারিয়ে দিল টিম ইন্ডিয়া। সেইসঙ্গে ২-১ ব্যবধানে সিরিজে এগিয়ে গেল ভারত। সোমবার ২১০ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ডের (England) দ্বিতীয় ইনিংস। ভারত জিতল ১৫৭ রানে। হার বাঁচাতে গেলে ইংরেজদের করতে হত ২৯১ রান।

ওভালে আজ বিধ্বংসী মেজাজে ছিলেন জসপ্রীত বুমরা। নয়া নজির গড়ে ছাপিয়ে গেলেন কপিল দেবকে। ভারতীয় পেসারদের মধ্যে সবচেয়ে কম সংখ্যক টেস্ট খেলে ১০০ উইকেটের গণ্ডি স্পর্শ করলেন বুমরা। মাত্র ২৪টি টেস্ট তিনি এই নজির গড়েছেন। কপিল দেব ২৫টি টেস্টে একশো উইকেট দখল করেছিলেন।

২৩তম ভারতীয় বোলার হিসাবে একশো উইকেটের মাইলফলক স্পর্শ করলেন বুমরা। ভারতীয় পেসারদের মধ্যে ইরফান পাঠান ২৮টি, মহম্মদ শামি ২৯টি এবং জাভাগাল শ্রীনাথ ৩০টি টেস্ট খেলে ১০০ উইকেট পেয়েছিলেন।

তবে সবচেয়ে কম টেস্ট খেলে ১০০ উইকেট পাওয়ার নজির রয়েছে স্পিনারদের দখলেই। মাত্র ১৮টি টেস্টে ১০০ উইকেটের মালিক হয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁর পরে রয়েছেন এরাপল্লি প্রসন্ন (২০), সুভাষ গুপ্তে (২২), বি এস চন্দ্রশেখর (২২) এবং প্রজ্ঞান ওঝা (২২)।

আজকের জয়ের ফলে ৮৫ বছরের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার টেস্টে জয় পেল ভারত। কেনিংটন ওভালে এ পর্যন্ত ১৪টি টেস্ট খেলেছে ভারত। এর মধ্যে দুটিতে জিতেছে, ৭টি টেস্ট ড্র এবং পাঁচটিতে হার স্বীকার করতে হয়েছে।

Previous articleসমাজবন্ধু অমরচাঁদ কুণ্ডুর উদ্যোগে কেতুগ্রামে রক্তদান শিবির
Next articleসমাজবন্ধু অমরচাঁদ কুণ্ডুর জন্মদিনের প্রস্তুতি, লাভপুরে উৎসবের আমেজ