লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর। কিংবদন্তি গায়িকাকে এখন ভেন্টিলেশনে রাখা হয়েছে।
কিছু দিন আগে তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। গত মাসের ১১ তারিখে তাঁকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর পরীক্ষা করে জানা যায়, নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন ৯২ বছরের গায়িকা।
শনিবার হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, “লতা মঙ্গেশকরের শারীরিক পরিস্থিতির আবার অবনতি হয়েছে। সংবাদ সংস্থাকে দেওয়া বিবৃতিতে হাসপাতালের চিকিৎসক প্রতীত সমদানি জানিয়েছেন, “শিল্পীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে আইসিইউ-তেই রয়েছেন।”
কিছু দিন আগে প্রবাদপ্রতিম এই শিল্পীর ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। বাড়িতে চিকিৎসা চললেও, খারাপ শারীরিক অবস্থার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। এরপর বিভিন্ন সময়ে তাঁর
শারীরিক পরিস্থিতি নিয়ে গুজব ছড়ায়। যদিও পরিবারের পক্ষ থেকে ভুয়ো খবর না ছড়ানোর অনুরোধ জানানো হয়।