হোমPlot1Madhyamik 2025: পরীক্ষার দিনক্ষণ আরও এগিয়ে আনা হল, রইল পুরো সূচি

Madhyamik 2025: পরীক্ষার দিনক্ষণ আরও এগিয়ে আনা হল, রইল পুরো সূচি

Madhyamik 2025: পরীক্ষার দিনক্ষণ আরও এগিয়ে আনা হল, রইল পুরো সূচি

২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা আরও এগিয়ে আনল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। আগামী বছরের মাধ্যমিক শুরু হবে ১০ ফেব্রুয়ারি থেকে।  চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রথমে ১৪ ফেব্রুয়ারি এবং তারপর তা এগিয়ে ১২ ফেব্রুয়ারি করা হয়েছিল।

শুক্রবার মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে ২০২৫ সালের পরীক্ষার সূচি প্রকাশ করা হয়। নয়া সূচিতে অঙ্ক পরীক্ষা কিছুটা এগিয়ে আনা হয়েছে। সাধারণত মাধ্যমিকের শেষের দিকে অঙ্ক পরীক্ষা হয়। এবার প্রথম ভাষা এবং দ্বিতীয় ভাষা পরীক্ষার পরেই অঙ্ক পরীক্ষা রাখা হয়েছে। তবে অঙ্ক পরীক্ষার আগে চারদিন ছুটি থাকছে। তাছাড়া ইতিহাসের আগেও পড়ুয়ারা একদিন ছুটি পাবে। বাকি কোনও পরীক্ষার আগে ছুটি নেই। পরপর হবে সেই বিষয়গুলির পরীক্ষা।

১) ১০ ফেব্রুয়ারি (সোমবার): প্রথম ভাষা।
২) ১১ ফেব্রুয়ারি (মঙ্গলবার): দ্বিতীয় ভাষা।
৩) ১৫ ফেব্রুয়ারি (শনিবার): অঙ্ক।
৪) ১৭ ফেব্রুয়ারি (সোমবার): ইতিহাস।
৫) ১৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার): ভূগোল।
৬) ১৯ ফেব্রুয়ারি (বুধবার): জীবনবিজ্ঞান।
৭) ২০ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার): ভৌতবিজ্ঞান।
৮) ২২ ফেব্রুয়ারি (শনিবার): ঐচ্ছিক বিষয়।

পর্ষদ জানিয়েছে, সকাল ১০ টা ৪৫ মিনিটে পরীক্ষা শুরু হবে। চলবে দুপুর দুটো পর্যন্ত। প্রথম ১৫ মিনিটে অবশ্য লেখা যাবে না। ওই ১৫ মিনিট প্রশ্নপত্র পড়ার জন্য বরাদ্দ করা হয়েছে। সকাল ১১টা থেকে পড়ুয়ারা লেখা শুরু করতে পারবে। লেখার জন্য সময় মিলবে তিন ঘণ্টা।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img