হোমরাজ্যমাধ্যমিক, উচ্চ মাধ্যমিক হবে কি? সিদ্ধান্ত নেবে বিশেষজ্ঞ কমিটি

মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক হবে কি? সিদ্ধান্ত নেবে বিশেষজ্ঞ কমিটি

মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক হবে কি? সিদ্ধান্ত নেবে বিশেষজ্ঞ কমিটি

করোনা পরিস্থিতিতে এ বছরের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে কিনা, তা এখনও নিশ্চিত নয়। শিক্ষা দফতর সুত্রে জানা গেছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে সিদ্ধান্তের জন্য একটি বিশেষজ্ঞ কমিটি তৈরি করা হয়েছে। ৭২ ঘণ্টার মধ্যে কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে।

কমিটিতে রয়েছেন মাধ্যমিক শিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, চিকিৎসক, মনোবিদ ও শিশু অধিকার কমিশনের প্রতিনিধিরা। বর্তমান পরিস্থিতিতে পরীক্ষা হওয়া সম্ভব কিনা, পরীক্ষা হলেও কীভাবে তা নেওয়া হবে, কিংবা পরীক্ষা যদি বাতিল হয়ে যায়, তা হলে ছাত্রছাত্রীদের মূল্যায়ন কীভাবে করা হবে, সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে এই কমিটি।

আজ দুপুরে যৌথ সাংবাদিক বৈঠকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা করা হবে, এমনটাই ঠিক ছিল। কিন্তু রাজ্য সরকারের নির্দেশে সেই বৈঠক বাতিল করা হয়েছে।

মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক মিলিয়ে এ বছর পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ২১ লক্ষ।

এর আগে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, জুলাইয়ের শেষ সপ্তাহে উচ্চ মাধ্যমিক এবং অগাস্টের দ্বিতীয় সপ্তাহে মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে। কিন্তু কমিটি গঠনের ফলে পরীক্ষা নিয়ে ফের অনিশ্চয়তা তৈরি হল।

মঙ্গলবার সিবিএসই এবং আইএসসি-র দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিল করা হয়েছে।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img