হোমঅন্যান্যব্যতিক্রমী ভাবনায় ইডেন সিটির গণেশ পুজো

ব্যতিক্রমী ভাবনায় ইডেন সিটির গণেশ পুজো

ব্যতিক্রমী ভাবনায় ইডেন সিটির গণেশ পুজো

মহেশতলার ইডেন সিটি গণেশ পূজা কমিটির উদ্যোগে এবারও গণেশ পুজোর আয়োজন করা হয়। এবারের পুজোয় নজর কেড়েছে ১৯ ফুট উঁচু গণেশের মূর্তি। পুজোর উদ্বোধন করেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায় এবং বিশিষ্ট ক্রীড়াবিদ দোলা ব্যানার্জি।

জাতি, ধর্ম, বর্ণের গণ্ডি ছাড়িয়ে এই আবাসনে বসবাসরত সব সম্প্রদায়ের মানুষ পুজোর আনন্দে মেতে ওঠেন। এবারের পুজোর থিম ছিল শিক্ষা ও ক্রীড়াক্ষেত্রে নারীর ক্ষমতায়ন। কমিটির পক্ষ থেকে ১০ জন দুঃস্থ কন্যার হাতে তুলে দেওয়া হয় ক্রীড়া সরঞ্জাম। বেশ কয়েকজন কৃতী পড়ুয়াকে আর্থিক সহায়তাও প্রদান করা হয়।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img