হোমকলকাতাপ্রাচীন ভারতীয় শিক্ষাদান পদ্ধতিকে জনপ্রিয় করার উদ্যোগ, স্বাক্ষরিত হল সমঝোতা চুক্তি

প্রাচীন ভারতীয় শিক্ষাদান পদ্ধতিকে জনপ্রিয় করার উদ্যোগ, স্বাক্ষরিত হল সমঝোতা চুক্তি

প্রাচীন ভারতীয় শিক্ষাদান পদ্ধতিকে জনপ্রিয় করার উদ্যোগ, স্বাক্ষরিত হল সমঝোতা চুক্তি

শৈশব থেকেই অর্থাৎ একেবারে প্রাক-বিদ্যালয় স্তর থেকে প্রাচীন ভারতীয় শিক্ষা ব্যবস্থার সঙ্গে আধুনিক দক্ষতা-ভিত্তিক শিক্ষাদানের উদ্যোগ। এই লক্ষ্যে ভক্তি বেদান্ত রিসার্চ সেন্টারের (BRC) সঙ্গে এক সমঝোতা চুক্তিতে আবদ্ধ হল ম্যানেজমেন্ট অ্যান্ড প্রফেশনাল স্কিলস কাউন্সিল (MEPSC)। বিআরসি-র পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেছেন সংস্থার ম্যানেজিং ট্রাস্টি ডঃ সুমন্ত রুদ্র। গোটা ভারতে এই শিক্ষাদান পদ্ধতিকে বাস্তবায়িত করার ক্ষেত্রে অংশীদার হিসেবে রাখা হয়েছে নালন্দা লার্নিং সিস্টেমস প্রাইভেট লিমিটেডকে।

এই উদ্যোগের লক্ষ্য হল, সামগ্রিক শিক্ষাদান, মূল্যবোধ-ভিত্তিক শিক্ষা, প্রাথমিক মানসিক বিকাশ ও সাংস্কৃতিক ভিত্তি সহ প্রাচীন ভারতীয় শিক্ষা পদ্ধতি সম্পর্কে গভীর মূল্যবোধের সঙ্গে একাত্মতা গড়ে তোলা।

এক সাংবাদিক বৈঠকে বিআরসি-র ম্যানেজিং ট্রাস্টি ডঃ সুমন্ত রুদ্র বলেন, “বিকশিত ভারতের লক্ষ্যকে সামনে রেখে আমরা এই উদ্যোগ নিয়েছি। গবেষণা ও শিক্ষাগত উৎকর্ষতার ক্ষেত্রে আন্তর্জাতিক স্তরে আমাদের এই প্রতিষ্ঠানের বিশেষ খ্যাতি রয়েছে। ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার ক্ষেত্রে তা সহায়ক হবে।”

নালন্দা লার্নিং সিস্টেমস প্রাইভেট লিমিটেডের প্রতিষ্ঠাতা ডিরেক্টর তমাল মুখার্জি বলেন, “আজকের প্রাথমিক শিক্ষাদানের ক্ষেত্রে ভারতের প্রাচীন শিক্ষা পদ্ধতি অত্যন্ত প্রাসঙ্গিক। এই অংশীদারিত্ব আমাদের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করবে।”

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img