হোমদেশব্যাঙ্ক বেসরকারিকরণের বিরোধিতা, দেশজুড়ে জোরদার আন্দোলনের হুঁশিয়ারি

ব্যাঙ্ক বেসরকারিকরণের বিরোধিতা, দেশজুড়ে জোরদার আন্দোলনের হুঁশিয়ারি

ব্যাঙ্ক বেসরকারিকরণের বিরোধিতা, দেশজুড়ে জোরদার আন্দোলনের হুঁশিয়ারি

কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক শ্রম বিধি ও ব্যাঙ্ক বেসরকারিকরণ উদ্যোগের বিরোধিতা সহ বেশ কয়েকটি দাবিকে সামনে রেখে দেশজুড়ে বড় ধরনের আন্দোলনে নামতে চলেছেন ব্যাঙ্ক-কর্মী ও আধিকারিকরা। এর প্রথম ধাপে ব্যাঙ্ক ধর্মঘট করা হবে বলে জানিয়েছেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়েশন (বেঙ্গল সার্কেল)-এর সাধারণ সম্পাদক শুভজ্যোতি চট্টোপাধ্যায়।

১০ জানুয়ারি দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে অনুষ্ঠিত হতে চলেছে সংগঠনের ৬০তম বার্ষিক সাধারণ সভা। সেখানেই আন্দোলনের চূড়ান্ত রূপরেখা তৈরি করা হবে বলে জানিয়েছেন শুভজ্যোতিবাবু। ব্যাঙ্কগুলিতে বিভিন্ন পদে কর্মী নিয়োগেরও দাবি জানিয়েছেন তিনি।

ব্যাঙ্কে সপ্তাহে ৫ দিনের কাজের দাবিতে ২৭ জানুয়ারি দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস। ২৭ জানুয়ারি, ১ দিনের জন্য এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। তবে কর্মীদের এই ৫ দিন কাজের দাবি নতুন কিছু নয়। এই একই দাবিতে, ২০২৫ সালের মার্চ মাসেও টানা ২ দিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। সেই সময়ে সরকার এই দাবি বিবেচনা করার আশ্বাস দেওয়া হয়েছিল। সেই আশ্বাস পাওয়ার পর সেবার ধর্মঘট প্রত্যাহার করা হয়েছিল। 

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img