নিয়মিত পাঠক্রমের পাশাপাশি ছাত্রছাত্রীদের সর্বাঙ্গীন বিকাশের লক্ষ্যে অভিনব উদ্যোগ দক্ষিণ ভারতের অগ্রণী শিক্ষা প্রতিষ্ঠান নারায়ণার। এখন নারায়ণার স্কুলগুলিতে পড়ুয়াদের নাচ, গান, রেডিও জকি, ফুটবল ও দাবা সহ অন্যান্য ক্ষেত্রে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।
নারায়ণা স্কুল পশ্চিমবঙ্গ এবং নারায়ণা ইন্টারন্যাশনাল স্কুলের অ্যাকাডেমিক প্রধান প্রিয়াঙ্কা মুখার্জি জানিয়েছেন, শিক্ষাকে শুধুমাত্র পাঠ্যপুস্তকের মধ্যে তাঁরা আটকে রাখতে চান না। তাই এই উদ্যোগ। তিনি জানান, এই পরিকল্পনাকে বাস্তবায়িত করতে তাঁরা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নৃত্যশৈশী ডোনা গঙ্গোপাধ্যায়, গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়া, ফুটবলার মেহতাব হোসেন, রেডিও জকি বরুণ, মুম্বইয়ের মিউজিক স্কুল ফার্টাডোজ এবং গুরুগ্রামের মিউজিক স্কুল টোরিন্স-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। এর ফলে পড়ুয়ারা অন্যান্য ক্ষেত্রেও পারদর্শিতা অর্জন করতে সক্ষম হবে বলে তাঁর আশা।
শুক্রবার কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ডোনা গঙ্গোপাধ্যায়, দিব্যেন্দু বড়ুয়া, মেহতাব হোসেন সহ অন্যান্যরা। ছিলেন বিভিন্ন সংস্থার প্রতিনিধিরাও।