কেন্দ্রীয় সরকার নতুন ‘প্যান ২.০’ প্রকল্পের কথা ঘোষণা করেছে। প্রশ্ন উঠেছে, তাহলে কি পুরনো প্যান কার্ড বাতিল হয়ে যাচ্ছে? এখন যাঁদের প্যান কার্ড রয়েছে, তাঁদের কি নতুন করে প্যান কার্ড করতে হবে?
সাধারণ মানুষের বিভ্রান্তি কাটাতে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের আওতাধীন ‘সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস’-এর পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে যাঁদের প্যান কার্ড রয়েছে, তাঁদের নতুন করে প্যান কার্ডের জন্য আবেদন করতে হবে না। তাঁদের প্যান নম্বরও পাল্টাতে হবে না।
যাঁদের কাছে প্যান কার্ড রয়েছে, তাঁরা যদি তথ্য সংশোধন বা অন্য কোনও তথ্য (ইমেল আইডি, মোবাইল নম্বর, ঠিকানা, নাম, জন্ম তারিখ প্রভৃতি) আপডেট করতে চান, তবে ‘প্যান ২.০’ প্রকল্প শুরুর পরে বিনামূল্যে তা করা যাবে।
তবে নতুন প্রকল্প পুরোপুরি চালু না পর্যন্ত প্যান কার্ডধারীরা বিনামূল্যে ইমেল আইডি, মোবাইল এবং ঠিকানা নীচের লিঙ্কের মাধ্যমে বদলাতে পারবেন:
১) https://www.onlineservices.nsdl.com/paam/endUserAddressUpdate.html এবং
২) https://www.pan.utiitsl.com/PAN_ONLINE/homeaddresschange
কেন্দ্র জানিয়েছে, প্যান কার্ডের অন্যান্য তথ্য আপডেট করা বা সংশোধন করার জন্য আপাতত নিকটবর্তী কোনও কেন্দ্রে যেতে হবে অথবা টাকা দিয়ে সংশোধন করতে হবে। যাঁদের এখন প্যান কার্ড রয়েছে, তাঁরা সেই কার্ড দিয়েই কাজ চালাতে পারবেন।
নতুন প্যান কার্ড কবে পাওয়া যাবে? এই ব্যাপারে কেন্দ্র জানিয়েছে, যখন সংশ্লিষ্ট প্যান কার্ডধারী তথ্য সংশোধন বা পরিবর্তনের আবেদন করবেন, তখন নয়া কার্ড দেওয়া হবে। অর্থাৎ যখন আবেদন করবেন, সেইমতো নয়া প্যান কার্ড পাওয়া যাবে।