সীমা ঘোষ ভট্টাচার্য্য
ঝাঁপ দিলাম।
মাথায় ফেনার মুকুট
ঢেউয়ে গলা জড়ালো
শৈশবের পেলবতা।।
ঝাঁপ দিলাম।
কীটের মত সিঁড়ি বেয়ে
অক্ষরের স্রোত গুণতে শেখা
আর অঙ্গীকারের কথকতা।।
ঝাঁপ দিলাম।
অজস্র গোলক ধাঁধায়
তলিয়ে যেতে যেতে
বুঝে নেওয়া যৌবনস্বাদ আর বিশ্বাসঘাতকতা।।
ঝাঁপ দিলাম।
নুয়ে পড়া মেরুদন্ডে
দু’হাত ভরে অকৃত্রিম শ্বাস
ছুঁয়ে দেওয়া অগভীর কৃত্রিমতা ।।
ঝাঁপ দিলাম।
ভবিষ্যতকে বন্ধক রেখে
নিজস্বতায় এগিয়ে যাওয়া
লালিত হয় সুপ্ত প্রতিবন্ধকতা।।
ঝাঁপ দিলাম।
জীবনের পাকদন্ডী বেয়ে
মুঠোয় ধরা বিশ্বাসের ঐশ্বর্য
অন্ধকার থেকে আলোচ্ছটা।।
ঝাঁপ দিলাম অগাধে —