সীমা ঘোষ ভট্টাচার্য্য
মনে পড়ে? সেইদিন—
যেদিন ভেলায় চড়ে
মেঘ নিয়ে খেলতে খেলতে
তোমায় জিজ্ঞেস করলাম
আমায় চেনো কি না ।
নিরুত্তরে, তুমি তাকিয়ে রইলে আকাশে।।
আমি চুলের মধ্য থেকে
একমুঠো জুঁই ফুল বের করে
তোমায় দিলাম সুগন্ধিতে ডুব দিতে।
কচি মেঘে মুখ রেখে
আলতো ছোঁয়ায় রোদ মেখে
ফুঁ দিলাম — মলয় বাতাসে।।
তোমার অপলক দৃষ্টিতে
নীলাকাশ আর সাগরফেনা
ঝরে পড়ে বাঁধন ছাড়িয়ে —
জলশঙ্খ আঁচলে ধরে
ঝিনুকের বুকে তোমায় নিয়ে
চলে যাই বারোমাস্যায়।।
তোমার চোখে ছায়া পড়ে
এই পৃথিবীর, সন্তর্পণে
এগিয়ে আসে মায়া।
জলোচ্ছ্বাস পেরিয়ে তোমার
হাত ধরে ধীরে ধীরে
মিশে যায় — শ্বাস প্রশ্বাসে।।