হোমরাজ্যঅষ্টমী থেকে মুষলধারে বৃষ্টি, ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ, সোমবার পর্যন্ত ভারী বর্ষণ

অষ্টমী থেকে মুষলধারে বৃষ্টি, ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ, সোমবার পর্যন্ত ভারী বর্ষণ

অষ্টমী থেকে মুষলধারে বৃষ্টি, ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ, সোমবার পর্যন্ত ভারী বর্ষণ

নিম্নচাপের বর্ষণে মাটি হতে চলেছে পুজোর আনন্দ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, অষ্টমী থেকে প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। হাওয়া অফিস জানিয়েছে, বুধবার (১৩ অক্টোবর) পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর আন্দামান সাগরে একটি নিম্নচাপ ঘনীভূত হচ্ছে। এর প্রভাবে অষ্টমী থেকে দশমী পর্যন্ত বৃষ্টি হতে পারে। ১৫ অক্টোবর এই নিম্নচাপ ওড়িশা উপকূলে পৌঁছবে। তাই একাদশী থেকে বাড়তে পারে বর্ষণের তীব্রতা।

নিম্নচাপের প্রভাবে কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি হবে। শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির তীব্রতা বাড়বে। রবি এবং সোমবার ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

দিল্লির মৌসম ভবন জানিয়েছে, রাজ্য থেকে বর্ষা এখন বিদায়ের পথে। বাংলার পশ্চিম এবং উত্তরের বেশ কিছু জেলা থেকে মৌসুমী বায়ু বিদায় নিয়েছে। বর্ষার শেষ পর্বে চলে এলেও, এখনই বৃষ্টি থেকে পুরোপুরি রেহাই মিলবে না।

উত্তরবঙ্গের শিলিগুড়ি, মালদহ এবং পশ্চিমাংশের শান্তিনিকেতন, মেদিনীপুরের থেকে বর্ষার বিদায় পর্ব শুরু হয়েছে বলে জানিয়েছে মৌসম ভবন।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img