হোমরাজ্যআবার নিম্নচাপ, অষ্টমী থেকে দশমী পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

আবার নিম্নচাপ, অষ্টমী থেকে দশমী পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

আবার নিম্নচাপ, অষ্টমী থেকে দশমী পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

প্রাকৃতিক দুর্যোগে এবার কি মাটি হতে চলেছে পুজোর আনন্দ? বুধবার আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস উৎসবপ্রেমী মানুষের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। হাওয়া অফিস জানাচ্ছে, অষ্টমীর রাত থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় শুরু হবে। চলবে দশমী পর্যন্ত।

আলিপুর আবহাওয়া অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী ১০ অক্টোবর উত্তর আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। এর ফলে অষ্টমীর রাত থেকে কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৮ পরগনা, হাওড়া এবং হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও হালকা বৃষ্টি হতে পারে।

বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপটি দশমীর দিন অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে বিজয়ওয়াড়ার মধ্যে ভূভাগে প্রবেশ করবে। এর ফলে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ও কর্ণাটকে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে এই নিম্নচাপের তেমন পশ্চিমবঙ্গে প্রভাব পড়বে না।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img