হোমরাজ্যMetro : পুজোয় সারা রাত মেট্রো নয়, মিলবে রাত ১১টা পর্যন্ত

Metro : পুজোয় সারা রাত মেট্রো নয়, মিলবে রাত ১১টা পর্যন্ত

Metro : পুজোয় সারা রাত মেট্রো নয়, মিলবে রাত ১১টা পর্যন্ত

পুজোয় এবার সারারাত মেট্রো মিলবে না। বুধবার মেট্রোর সময়সূচি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পুজোর ৩ দিন প্রান্তিক স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ১১টায়। আগামী বুধ থেকে শুক্রবার, অর্থাৎ সপ্তমী থেকে নবমী, এই তিন দিন মেট্রো পরিষেবা চালু থাকবে রাত ১১টা পর্যন্ত। তাই রাতে মেট্রোয় চড়ে যাঁরা ঠাকুর দেখার পরিকল্পনা করেছিলেন, তা বাতিল করতে হচ্ছে।

শুধু তাই-ই নয়, ওই দিনগুলিতে সকালের মেট্রো পরিষেবাও দেরিতে চালু হবে।

পুজোর সময় মেট্রোয় চড়তে হলে, স্মার্ট কার্ড কিনতে হবে। সেই কার্ড ব্যবহারের জন্য নিজের কাছে রেখে দিতেও পারেন। কিংবা গন্তব্য স্টেশনে জমা দিলে, প্রাপ্য টাকা ফেরত দেওয়া হবে।

পুজোর সময় কলকাতায় মেট্রোয় প্রতিদিন ৫ লক্ষ যাত্রী হতে পারে বলে কর্তৃপক্ষের অনুমান।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img