হোমকলকাতাপরিবেশ রক্ষার অঙ্গীকার, রবীন্দ্র সরোবরে মানব-শৃঙ্খল

পরিবেশ রক্ষার অঙ্গীকার, রবীন্দ্র সরোবরে মানব-শৃঙ্খল

পরিবেশ রক্ষার অঙ্গীকার, রবীন্দ্র সরোবরে মানব-শৃঙ্খল

২০২৪-এর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষার অঙ্গীকার। লেক লাভার্স ফোরামের সদস্যরা আজ সরোবরের ভূমি রক্ষা করার জন্য সর্বতোভাবে চেষ্টা করার শপথ নেন। এছাড়া, সরোবরের হৃত ভূমি পুনরুদ্ধার করে নগর-বনাঞ্চল গড়ে তোলা, খরার প্রবণতা থেকে  জমিকে রক্ষা করা, জমি যাতে মরুভূমিতে পরিণত না হয়,  তার জন্য মরু প্রতিরোধী কৌশল অবলম্বন করা, গাছ কাটা রুখে  সবাইকে গাছ লাগাতে উদ্বুদ্ধ করা এবং পরিবেশের ভারসাম্য যাতে বজায় থাকে তার ওপর তীক্ষ্ণ নজর রাখার শপথ নেওয়া হয়।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গৃহীত এই শপথই পারবে রবীন্দ্রসরোবরে অনিয়ম ও জমি অপচয় বন্ধ করতে, এই বিশ্বাস নিয়ে লেক লাভার্স ফোরামের পক্ষ থেকে আজ সকালে রবীন্দ্র সরোবরের ৮ নং প্রবেশদ্বারের সামনে এক মানব-শৃঙ্খলের আয়োজন করা হয়। সেখানে শপথ বাক্য পাঠ করান লেকের দুই পরিবেশকর্মী  সুমিতা বন্দ্যোপাধ্যায়  ও এস এম ঘোষ।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img