হোমদেশট্রেনের ধাক্কায় হাতি-মৃত্যু এড়াতে AI ক্যামেরার সাহায্য নিচ্ছে রেল

ট্রেনের ধাক্কায় হাতি-মৃত্যু এড়াতে AI ক্যামেরার সাহায্য নিচ্ছে রেল

ট্রেনের ধাক্কায় হাতি-মৃত্যু এড়াতে AI ক্যামেরার সাহায্য নিচ্ছে রেল

রেললাইনে হাতি সহ অন্যান্য বন্যপ্রাণীদের রক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ক্যামেরার সাহায্য নিচ্ছে রেল কর্তৃপক্ষ। এই ব্যবস্থায় আধ কিলোমিটার আগে রেললাইনে বন্যপ্রাণীদের অবস্থান সম্পর্কে জানতে পারবেন চালকরা। আধুনিক এই ব্যবস্থার নাম হল Intrusion Detection System (IDS)।

উত্তর-পূর্ব সীমান্ত রেলের ১৪১ কিলোমিটার রেলপথে এই ব্যবস্থা ইতিমধ্যে চালু করা হয়েছে। রেল কর্তৃপক্ষের মতে, এই এআই ব্যবস্থা সফলভাবে কাজ করছে। তাই ভারতীয় রেলের আরও ৯৮১ কিলোমিটার রেললাইনে আইডিএস ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর জন্য টেন্ডারও চূড়ান্ত হয়ে গিয়েছে। এটি পুরোপুরি চালু হলে, ১,১২২ কিলোমিটার রেলপথ এই ব্যবস্থার আওতায় আসবে।

রেল কর্তৃপক্ষ জানাচ্ছে, রেল লাইনের কাছাকাছি কোনও বন্যপ্রাণী চলে এলে, এই ব্যবস্থার মাধ্যমে তার গতিবিধি সম্পর্কে ট্রেন চালক, স্টেশন মাস্টার এবং কন্ট্রোল রুমে সতর্ক বার্তা চলে আসবে, যার ফলে দুর্ঘটনায় হাতির মৃত্যু এড়ানো সম্ভব হবে।

উত্তরবঙ্গে ট্রেনের ধাক্কায় প্রায়ই হাতি মৃত্যুর ঘটনা ঘটে। সম্প্রতি ট্রেনের ধাক্কায় আসামে ৮টি হাতির মৃত্যু হয়।নতুন এই ব্যবস্থার ফলে প্রাণহানি এড়ানো সম্ভব হবে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img