পরিবেশ, শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে একগুচ্ছ প্রকল্প হাতে নিয়েছে রোটারি ইন্টারন্যাশনাল (ডিস্ট্রিক্ট ৩২৯১)। কলকাতা প্রেস ক্লাবে সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে রোটারি ইন্টারন্যাশনাল (ডিস্ট্রিক্ট ৩২৯১)-এর গভর্নর হীরালাল যাদব জানান, পশ্চিমবঙ্গ এবং আন্দামান-নিকোবরে বিভিন্ন প্রকল্প রূপায়ণে তাঁরা প্রায় ৫৮ কোটি ব্যয় করবেন।
এর মধ্যে রয়েছে, বিভিন্ন এলাকায় রোটারি ক্লাব পরিচালিত ১১টি চক্ষু হাসপাতালে ৫৫ হাজার ছানি অপারেশন, ১০০ জনের হৃদযন্ত্রে অস্ত্রোপচার, শিশুদের জন্য ৫০টি ক্যান্সার চিকিৎসা কেন্দ্র ও ৩০০টি স্বাস্থ্য শিবির। হীরালাল যাদব জানান, প্রতিটি ক্ষেত্রে বিনা খরচে পরিষেবা পাবেন মানুষ। এছাড়া ৫টি ডায়ালিসিস সেন্টার তৈরি করা হবে, যেখানে সাধারণ মানুষ খুব কম খরচে ডায়ালিসিস করাতে পারবেন।
রোটারি গভর্নর জানান, পরিবেশ রক্ষায় ১ লক্ষ ম্যানগ্রোভ, ৫০ হাজার বৃক্ষ এবং ২৫ হাজার আম গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছেন তাঁরা। পাশাপাশি স্কুল ভবনের উন্নয়ন, কম্পিউটার ল্যাব তৈরি এবং বয়স্কদের সাক্ষর করে তোলার কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন হীরালালবাবু।
তিনি বলেন, রোটারি ক্লাবের পক্ষ থেকে গঙ্গা সাফাই অভিযানেরও উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রকল্পে হুগলি নদীর দুধারে বেশ কয়েকটি ঘাট এবং শৌচাগারের সংস্কার করা হবে।