সরস্বতী দত্ত। বাড়ি পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম এলাকায়। বাংলায় স্নাতকোত্তর ডিগ্রিধারী সরস্বতীদেবী দুই সন্তানের জননী।
বিয়ে করেছিলেন ভালোবেসে। কিন্তু সেই দাম্পত্য জীবন সুখের হয়নি। বিয়ের পরই ভালোবাসার মানুষটির আসল রূপ বেরিয়ে পড়ে। দিনের পর দিন শারীরিক ও মানসিক অত্যাচার। এরপর একদিন তাঁকে ছেড়ে চলে যায় স্বামী।
পাশে দাঁড়ানোর মতো কাউকে পাননি। তবে ভেঙে পড়েননি। শুরু হয় অন্য এক জীবনযুদ্ধ। সাইকেল চেপে নানা জায়গায় ঘুরে ঘুরে ঘুগনি আলুরদম, ডিম সেদ্ধ বিক্রি করেন সরস্বতী।
সারাদিন ধরে ঘুগনি বিক্রির পর সন্ধেয় বাড়ি ফিরে শুরু হয় অন্য এক লড়াই। ছোট্ট মাটির ঘরে রাতের আঁধারের মধ্যেই চলে গ্রামের অসহায়, দরিদ্র পরিবারের ছোট ছোট শিশুদের শিক্ষাদানের কাজ।