বয়স মাত্র ১১ বছর। ইতিমধ্যেই আবৃত্তির জগতে নজর কেড়েছে পশ্চিম মেদিনীপুরের গড়বেতার সায়ন্তিকা মজুমদার। কৌশিক ও শতাব্দী মজুমদারের কন্যা সায়ন্তিকা শুধু কলকাতা নয়, কটক থেকেও ছিনিয়ে এনেছে সেরার সেরা পুরস্কার।
৮ বছর ধরে আবৃত্তির তালিম নিচ্ছে এই প্রতিভাবান শিল্পী। অনুষ্ঠানের জন্য টিভি চ্যানেলেও ডাক পেয়েছে সায়ন্তিকা।
শুধু আবৃত্তি নয়, রিল তৈরিতেও পারদর্শিতা অর্জন করেছে এই কিশোরী। মূলত নানা ধরনের নাচের ওপরই রিল তৈরি করে থাকে সায়ন্তিকা। যোগাসন করতেও খুব ভালোবাসে।
তবে নাচ বা পেশাদার আবৃত্তিকার নয়, ভবিষ্যতে একজন ভালো শিক্ষিকা হতে চায় সায়ন্তিকা।