রাজ্যে স্কুল খোলার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে এবার দায়ের হল জনস্বার্থ মামলা। সেইসঙ্গে স্কুল ছুটদের ফেরানোর দাবিও জানানো হয়েছে। স্কুল খোলার আবেদন জানিয়ে মঙ্গলবার প্রধান শিক্ষক ও শিক্ষিকাদের পক্ষ থেকে বিকাশ ভবনে চিঠিও পাঠানো হয়েছে।
হাইকোর্টে মামলাটি দায়ের করেছেন সায়ন বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “করোনার জেরে স্কুল বন্ধ থাকায় অনেক ছাত্রছাত্রীই লেখাপড়া ছেড়ে দিয়েছে। তারা স্কুলে যাচ্ছে না। এদের আবার স্কুলে ফেরানোর ব্যবস্থা করা হোক।”
করোনা নিয়ন্ত্রণে আসার পর কিছুদিন অফলাইনে স্কুল চালু করা হয়েছিল। এতে নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা বেশ কিছুদিন স্কুলে গিয়ে ক্লাস করতে পেরেছিল। কিন্তু সংক্রমণ আবার বাড়তে থাকায় ফের স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। তাই স্কুলে দ্রুত স্বাভাবিক পঠনপাঠন চালুর আর্জি জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের করা হল।
মামলার শুনানির দিন ধার্য হয়নি। তবে এ সপ্তাহেই শুনানির সম্ভাবনা।