পরিবেশ দূষণের বিরুদ্ধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে রাজ্য সরকারের উদ্যোগে উদযাপিত হচ্ছে সপ্তাহব্যাপী (১৪-২০ জুলাই) বন মহোৎসব। এরই অঙ্গ হিসেবে শুক্রবার কলকাতা প্রেস ক্লাব প্রাঙ্গনে এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এতে অংশ নেন রাজ্য সরকারের অতিরিক্ত বিভাগীয় বনাধিকারিক অনিন্দ্য গুহ ঠাকুরতা, সুপারিনটেনডেন্ট হর্টিকালচার অফিসার প্রবীর চ্যাটার্জি, রাজ্য সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান ও রাজ্যসভার প্রাক্তন সাংসদ আহমেদ হাসান ইমরান, কলকাতা প্রেস ক্লাবের সম্পাদক কিংশুক প্রামাণিক প্রমুখ।
এই উপলক্ষে এক অনুষ্ঠানে বক্তারা বিশ্ব উষ্ণায়নের বিপদ সম্পর্কে তুলে ধরেন এবং এর মোকাবিলায় বৃক্ষরোপণের ওপর জোর দেন। এদিন ক্লাব সদস্যদের হাতে দুটি করে চারাগাছও তুলে দেওয়া হয়।