দশম শ্রেণির পরীক্ষায় ইংরেজিতে ৩৫, আর অঙ্কে ৩৬, আর বিজ্ঞানে পেয়েছিলেন ৩৮। প্রতিবেশীরা তো বলেই দিয়েছিলেন, তাঁর জীবনে কিছুই হবে না। না, প্রতিবেশীদের সেই ভবিষ্যদ্বাণীকে ভুল প্রমাণ করে আজ তিনি একজন আইএএস অফিসার।
দেশের কঠিনতম চাকরির পরীক্ষায় সফল এই আমলা হলেন তুষার ডি সুমেরা। ২০১২ ব্যাচের ছত্তিশগড় ক্যাডারের এই আইএএস অফিসার বর্তমানে গুজরাতের ভারুচ জেলার কালেক্টর।
কলা বিভাগের স্নাতক তুষার ইউপিএসসি-র পরীক্ষায় সফল হওয়ার আগে ২০০৪ থেকে ২০০৭ পর্যন্ত গ্রামের একটি প্রাথমিক স্কুলে শিক্ষকতাও করেছেন।
আমেদাবাদের বাসিন্দা যখন দশম শ্রেণির পরীক্ষায় শোচনীয় ফল করেন, তখন শুধু তাঁর প্রতিবেশীরা নন, স্কুলের শিক্ষকরাও বলেছিলেন, তাঁর জীবনে আর কিছু হবে না। টুইটারে একথা নিজেই জানিয়েছেন তুষার।
খারাপ ফল করা ছাত্রছাত্রীরা যাতে ভেঙে না পড়ে জীবনে এগিয়ে যেতে পারেন, সেজন্য নিজের মার্কশিটও সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন তুষার। সোশ্যাল মিডিয়ায় কমেন্টে একজন লিখেছেন, “নম্বর কোনও বিষয় নয়। সাফল্যের পথে সবচেয়ে বড় শত্রু হল, ব্যর্থতার ভয়। সাফল্য অর্জনের জন্য তুষার সুমেরা সেই ভয়কে হারিয়ে দিয়েছেন।”