বিশ্বরূপ মুখোপাধ্যায়
কবিতার খাতা। নামেই টেনে নিল। ৩০টি কবিতা নিয়ে এই কাব্য সংকলনের ডালি সাজিয়েছেন কবি দেবযানী বসু কুমার। এর আগে তার যে কবিতার বই প্রকাশিত হয়েছে কলমে কবিতা এবং নির্বাচন ২১, ছোট গল্পের বই ইহকাল পরকাল। আলোচ্য বই কবিতার খাতার প্রথম কবিতা দুগ্গা দুগ্গা। বাঙালির বড্ড প্রিয় কথা।
শেষ কবিতাটি পুজোর গান। অপূর্ব। এছাড়া, শ্রাবণী বর্ষা, উত্তম অতি উত্তম, দোলাচলে ডুব ডুব, মহাকুম্ভের মহাডাক, এক ই তো চাঁদ, রাসলীলা, আজ দোল পরব, নারী হোক অর্ধেকের সর্বেসর্বা, অন্নপূর্ণা, মৃত্যু উপত্যকা, গাজা – কবিতাগুলি ভিন্ন মাত্রায় লেখা।
কবিতা প্রিয় পাঠক নিশ্চয়ই একটা অন্য স্বাদ পাবেন বলে এই কলমচির আশা। শান্তনু মিত্রের প্রচ্ছদ অতি চমৎকার। মা দুর্গা, দেবী সরস্বতী বা আরও যে ছবিগুলি ব্যবহার হয়েছে, তার প্রয়োগ খুব সুন্দর। পরিশেষে বলি, কবি যে দুই বিশিষ্ট ব্যক্তিত্ব সমীরেন্দু দত্ত ও প্রতিমা দত্তকে এই উৎসর্গ করেছেন, এই কলমচি তাঁদেরও খুব গুণমুগ্ধ।
কবিতার খাতা ।। দেবযানী বসু কুমার ।। কারিগর ।। মূল্য একশো কুড়ি টাকা



