পূর্ব ভারতে বিশেষত বাংলায় ব্যবসা বাড়িয়েই চলেছে স্বাস্থ্য ও সৌন্দর্যের সঙ্গে যুক্ত সংস্থা ভিএলসিসি। এবার কলকাতায় নিজেদের ১৬তম “Wellness & Beauty Clinic” চালু করল ভিএলসিসি। রবিবার বাইপাসের কসবা-রুবি সংযোগস্থলে এই ক্লিনিকের উদ্বোধন করেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়।
অনুষ্ঠানে ভিএলসিসি-র চিফ বিজনেস অফিসার অমিত কাটিয়াল বলেন, বাংলায় এই ব্যবসার ১৫ শতাংশ বাজার তাঁদের দখলে রয়েছে। ২৫০০ বর্গফুট জায়গা জুড়ে গড়ে ওঠা এই ক্লিনিক কসবা, ই এম বাইপাস এবং আশেপাশের বিস্তীর্ণ এলাকার মানুষের স্বাস্থ্য ও সৌন্দর্যের প্রয়োজনীয়তা মেটাবে। অমিত বলেন, ওজন নিয়ন্ত্রণ, শরীরে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা, ত্বক ও চুলের চিকিৎসায় এখানে অত্যাধুনিক সব ব্যবস্থা রাখা হয়েছে।
VLCC-র প্রতিষ্ঠাতা বন্দনা লুথরা জানান, কলকাতায় এটি তাঁদের নিজস্ব ১১তম ক্লিনিক। চিকিৎসক, পুষ্টি বিশারদ, ফিজিওথেরাপিস্ট, চর্মরোগ বিশেষজ্ঞ সহ সব ধরনের অভিজ্ঞ পেশাদাররা এর সঙ্গে জড়িত রয়েছেন।
বর্তমানে দেশের ১৪৩টি শহরের ৩১০টি ভিএলসিসি গ্রুপের শাখা গড়ে উঠেছে। এশিয়া এবং পূর্ব আফ্রিকার ১২টি দেশেও এর উপস্থিতি রয়েছে।