বৃষ্টি চলবে। তবে আপাতত গরমের অস্বস্তি থেকে রেহাই মিলবে না। রবিবার এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। গত দুদিনের বৃষ্টিতে কলকাতার বহু এলাকা এখনও জলে ভাসছে। এই জলযন্ত্রণা থেকে কবে মুক্তি মিলবে, তা বুঝে উঠতে পারছেন না মহানগরীর বাসিন্দারা।
হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণবঙ্গে নিম্নচাপ কেটে গিয়েছে। তবে দক্ষিণবঙ্গে বর্ষার স্বাভাবিক নিয়মেই বৃষ্টি হবে। কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি মাপের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা।
তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দার্জিলিং, কালিম্পংয়ে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারেও ভারী বৃষ্টি হতে পারে।
নিম্নচাপ এখন বিহার ও ঝাড়খণ্ডের দিকে সরে গিয়েছে। নিম্নচাপটি ঝাড়খণ্ড ও বিহারের উপর অবস্থান করছে। এর প্রভাবে আগামী কয়েকদিন বিহারে ভারী বর্ষণ হতে পারে। মঙ্গলবার পর্যন্ত মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।