পশ্চিমি হাওয়ার জেরে বঙ্গোপসাগরের ওপর ঘনীভূত অতি গভীর নিম্নচাপ রাজ্যে দুর্যোগের সম্ভাবনা নেই। উপকূল লাগোয়া এলাকায় হালকা বৃষ্টিপাত হতে পারে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, উত্তর ভারতের ওপর দিয়ে তীব্র বেগে বইতে শুরু করেছে শুষ্ক পশ্চিমি বাতাস। নিম্নচাপের কেন্দ্রটি উপকূলের যত কাছে থাকবে বলে মনে করা হয়েছিল, তীব্র পশ্চিমি হাওয়ার কারণে শেষ পর্যন্ত তা হয়নি। পশ্চিমবঙ্গের উপকূল থেকে ২০০ কিলোমিটার দূর দিয়ে বাংলাদেশ উপকূলের দিকে এগোচ্ছে যার জেরে নিম্নচাপের কোনও প্রত্যক্ষ প্রভাব দক্ষিণবঙ্গে পড়েনি।
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে রাজ্যে ভারী বর্ষণের পূর্বাভাসকে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন কৃষকরা। কারণ বৃষ্টিপাত হলে, আলু সহ বিভিন্ন ফসলের ক্ষতির আশঙ্কা ছিল। কিন্তু শেষ মুহূর্তে পশ্চিমি জেট বাতাসের কল্যাণে নিম্নচাপের তেমন প্রভাব পড়ল না দক্ষিণবঙ্গে।