ক্যামেলিয়া ভট্টাচার্য সাহু
আগে অনেক গাছ ছিল
এখন সব মানুষরা নিয়ে নিল
এখন বেশি গাছ নেই ।
পাতাগুলো পড়ছে
আর আমাদের টিভিতে গাছ দেখতে হচ্ছে ।
আগে অনেক পাখি ছিল
এখন সব মানুষরা নিয়ে নিল
এখন বেশি পাখি নেই
সব পালক পড়ছে
আর আমাদের টিভিতে পাখি দেখতে হচ্ছে ।
আগে অনেক মানুষ ছিল
এখন সব করোনা নিয়ে নিল
আগে মানুষ মানুষের সঙ্গে কথা বলত
এখন খালি জানলা থেকে বলছে
আর আমাদের টিভিতে মানুষ দেখতে হচ্ছে ।
ক্যামেলিয়ার বয়স দশ বছর । দূষিত পরিবেশ ও করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে ওর লেখা একটি কবিতা। ছবি ওরই আঁকা ।