হোমসাহিত্য-সংস্কৃতিকেক কেটে ভিন্ন আঙ্গিকে কবি প্রণাম 'আনন্দধ্বনি'র

কেক কেটে ভিন্ন আঙ্গিকে কবি প্রণাম ‘আনন্দধ্বনি’র

কেক কেটে ভিন্ন আঙ্গিকে কবি প্রণাম ‘আনন্দধ্বনি’র

প্রতি বছরের মতো এবারও ব্যতিক্রমী পথে কবিগুরুর জন্ম জয়ন্তী উদযাপন করল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘আনন্দধ্বনি’। ২৫শে বৈশাখে ঘরোয়া এক অনুষ্ঠানে মিলিত হয়েছিলেন সংগঠনের সদস্যরা। কেক কেটে যেভাবে জন্মদিন পালন করা থাকে, সেভাবেই কেক কেটে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। সেইসঙ্গে কাঁসরের থালায় সাজানো হয়েছিল পঞ্চব্যঞ্জন।

‘আনন্দধ্বনি’র মূল কাণ্ডারী জয়তী চক্রবর্তীর পরিচালনায় এক সাংস্কৃতিক অনুষ্ঠান অংশ নেন সুতপা, এষা, রুমা, মিতা, সুদীপা, ক্ষমা, সোনালি, মিঠু, চিনু, বনানী, তন্দ্রা, রানু, বনু, অনিতা, পায়েল, পমি, মহুয়া, রিনা, মঞ্জু প্রমুখ। ছিলেন গৌতম দে, বিশ্বদেব চক্রবর্তী, অরূপ সিনহা, অসীম সেন, রামেশ্বর, পার্থ, উৎসব, সুভাষ, অভিজিৎ, প্রিয়াঙ্কা, জয়দীপ সহ অন্যান্যরা।

এর আগে গত ২৭ এপ্রিল এর আগে লেকটাউনের মুক্ত মঞ্চে এক বিশেষ অনুষ্ঠানে মিলিত হয়েছিলেন আনন্দধ্বনি পরিবারের সদস্যরা।

সেখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন ১৩৪ জন। অনুষ্ঠানে কয়েকজনের হাতে গাছ তুলে দিয়ে সম্বর্ধনা জানানো হয়।

সারা বছর ধরে বিভিন্ন ধরনের সামাজিক কাজকর্মে সামিল হয়ে থাকে এই সংগঠন। তীব্র গরমকে উপেক্ষা করে যাঁরা

রাস্তায় দাঁড়িয়ে যান শাসন করেন, সেই ট্রাফিক পুলিশের হাতে আনন্দধ্বনির পক্ষ থেকে সম্প্রতি পানীয় জল তুলে দেওয়া হয়।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img