পাখির চোখ ২১শের বিধানসভা ভোট। তার আগে রাজ্যব্যাপী পুর নির্বাচনে বাজিমাতের চেষ্টায় মরিয়া তৃণমূল। আসন্ন পুরভোটকে সামনে রেখে আজ দলের নতুন প্রচার কর্মসূচি ঘোষণা করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিদিকে বলোর পর এবার নয়া কর্মসূচি। ঘোষণা হবে সোমবার। নেতাজি ইন্ডোরে মমতার সভায়। ঘরে ঘরে গিয়ে তৃণমূল বোঝাবে, মমতাই জরুরি। রবিবার কলকাতায় অমিত শাহের সভা। পরের দিনই নেতাজি ইন্ডোরে মমতার সমাবেশ। এই সভায় তৃণমূলের কাউন্সিলর থেকে সাংসদরা উপস্থিত থাকবেন। সোমবারই দলীয় বিধায়কদের সঙ্গে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে আলাদা বৈঠকও করবে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।
সুশাসনে রাজ্যের মমতার বিকল্প নেই। এই বিষয়টিকে সামনে রেখেই এবার প্রচারে নামবেন ঘাস-ফুল নেতা, কর্মীরা। বিরোধী বিজেপি ও বাম-কংগ্রেসের আক্রমণে বিরুদ্ধে প্রচারে জবাব দেবে তৃণমূল। তার পাশাপাশি গত কয়েক বছর তৃণমূল পরিচালিত পুর বোর্ড ও সরকারের উন্নয়নের কাজের খতিয়ানও প্রচারে তুলে ধরা হবে।
পুরভোটের আগে এদিন অভিযুক্ত নেতা, কর্মীদের উদ্দেশ্যে কী কড়া বার্তা দেন নেত্রী সেদিকেও লক্ষ্য থাকবে।