নিজস্ব প্রতিনিধি : পুরভোটের মুখে রাজ্যের জেলায় জেলায় ৭৫ দিনের নিবিড় জনসংযোগ কর্মসূচি শুরু করল তৃণমূল কংগ্রেস। স্থানীয় নজরুল মঞ্চে তৃণমূলের এই কর্মসূচির সূচনা উপলক্ষে দলের নেতা-কর্মীদের এক সভা ডাকা হয়েছিল। সেখানে হাজির ছিলেন মধ্যমগ্রামের বিধায়ক তথা পুরসভার চেয়ারম্যান রথীন ঘোষ, ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা সহ দলের কাউন্সিলর এবং অন্য নেতারা।
পরে এক সাংবাদিক বৈঠকে রথীন ঘোষ বলেন, ‘এই কর্মসূচি মেনে দলের নেতাকর্মীরা মানুষের দ্বারে দ্বারে যাবেন। তাঁদের সঙ্গে কথা বলবেন এবং সমস্যার কথা শুনবেন।’
বারাসত পুরভবনেও এই কর্মসূচির সূচনা অনুষ্ঠানে হাজির ছিলেন বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী।
মালদহের বিএস রোড এলাকায় দলীয় কর্মীদের নিয়ে সভা করেন ইংরেজবাজারের বিধায়ক নীহার রঞ্জন ঘোষ। এতে যোগ দিয়েছিলেন ইংরেজ বাজার বিধানসভা এলাকার প্রায় ৪০০ টি বুথের সভাপতি, পঞ্চায়েতের সদস্য সহ দলের বিভিন্ন সংগঠনের নেতারা।
সম্প্রতি কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ‘বাংলার গর্ব মমতা’, এই কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছিল।