করোনা ভাইরাসের দাপট মোকাবিলায় লকডাউন হতে চলেছে কলকাতা ৷ সোমবার বিকেল থেকে 27 মার্চ পর্যন্ত কলকাতায় সমস্ত কিছু বন্ধ রাখার প্রস্তাব দেয় কেন্দ্র ৷ সেই প্রস্তাব মেনেই সোমবার বিকেল চারটে থেকে কলকাতা লকডাউন করার সিদ্ধান্ত রাজ্য সরকারের ৷ আপাতত 27 মার্চ পর্যন্ত চলবে লকডাউন ৷
করোনা সংক্রমণ আরও ভয়ঙ্কর হয়ে ওঠা থেকে ঠেকাতে কলকাতা সহ সমস্ত রাজ্যের ১২৫টি পুরশহরগুলিতেও লকডাউনের সিদ্ধান্ত ৷ ছাড় দেওয়া হবে শুধু জরুরি পরিষেবাকে ৷ মিলবে সমস্ত অত্যাবশকীয় পরিষেবা ৷ খোলা থাকবে হাসপাতাল, ওষুধ দোকান, প্যাথলজি ল্য়াব ৷ চালু থাকবে দুধ ও জল সরবরাহ ৷ লকডাউনের আওতার বাইরে রেশন দোকান ও মুদির দোকান ৷
কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা চার ৷ এরমধ্য়ে তিনজন নাগরিকের বিদেশ থেকে আসলেও চতুর্থ আক্রান্ত ব্য়ক্তি কখনই বিদেশ যাননি ৷ ভারতে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে ৷ এই মুহূর্তে ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩২৪ জন মানুষ ৷ তবে রবিবার ভারতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হল 7 ৷