করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করে দেওয়া হয়েছে আইপিএল ২০২০(IPL 2020) , প্রচুর সংখ্যক ভক্তকে দুঃখ দিয়ে চেন্নাই সুপার কিংস শিবির ছাড়লেন অধিয়ানক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) ।
Covid-19 এর প্রকোপে আপাতত ১৫ এপ্রিল পর্যন্ত পিছিয়ে গিয়েছে আইপিএল। তারপরে পরিস্থিতি বিচার করে তবেই তারকাখচিত ক্রিকেট লিগের মরশুম শুরুর বিষয়ে সবুজ সংকেত দেবে সরকার।
আইপিএল শুরু হওয়ার আগে গত ২ মার্চ চিপকে চেন্নাই কিংস-এর প্র্যাক্টিসে তাঁকে দেখতে ভিড় উপচে পড়েছিল। তাঁর সই সংগ্রহ করতে হুড়োহুড়ি পড়ে যায় হাজার হাজার ভক্তদের মধ্যে। কিন্তু গত শুক্রবার তামিলনাডু ক্রিকেট অ্যাসোসিয়েশনের নির্দেশে আচমকাই প্রশিক্ষণ পর্ব বন্ধ করে দেওয়া হয়। অ্যাসোসিয়েশনের তরফে বিবৃতি প্রকাশ করে জানানো হয়, করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কার জেরেই চিপকে সিএসকে-এর প্রশিক্ষণ পর্ব বন্ধ করে দেওয়া হয়েছে।
Covid-19 কেন্দ্র করে আইপিএল-এর অনিশ্চয়তা যাতে তাড়াতাড়ি কেটে যায়, আপাতত সেই প্রার্থনাই করছেন ধোনিভক্তরা।