গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় ঝড় বৃষ্টির পূর্বাভাস। সপ্তাহের মাঝামাঝি ঝড়-বৃষ্টি হবে আসাম সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে।
আজ কলকাতায় সকাল থেকে আংশিক মেঘলা আকাশ বিকেল বা সন্ধ্যের পর ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা। হালকা থেকে মাঝারি বৃষ্টি ও হালকা ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা।
কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের ডিগ্রী সেলসিয়াস ওপড়ে ছিল ৩৭.১ ডিগ্রী সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ২৪ থেকে ৭৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় খুব সামান্য বৃষ্টি কলকাতা শহরে।
আগামী ২৪ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস।হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা হাওড়া হুগলি তে।