হোমকলকাতামধ্যমগ্রামে ২ হাজার পরিবারকে খাদ্যদ্রব্য, উদ্যোগ সমাজসেবী সুকুমার মণ্ডলের

মধ্যমগ্রামে ২ হাজার পরিবারকে খাদ্যদ্রব্য, উদ্যোগ সমাজসেবী সুকুমার মণ্ডলের

মধ্যমগ্রামে ২ হাজার পরিবারকে খাদ্যদ্রব্য, উদ্যোগ সমাজসেবী সুকুমার মণ্ডলের

নিজস্ব প্রতিনিধি, মধ্যমগ্রাম : লকডাউনের জেরে সঙ্কটে পড়া অসহায় মানুষকে সাহায্য করতে রাজ্যজুড়ে চলছে বিভিন্ন ধরনের উদ্যোগ। এর মধ্যে রাজনৈতিক উদ্যোগ যেমন রয়েছে, তেমনই মানুষের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং ক্লাবগুলি। ব্যক্তিগতভাবেও কেউ কেউ খাদ্যসামগ্রী দিয়ে সাহায্য করছেন। এমনই এক ব্যক্তিগত উদ্যোগ দেখা গেল মধ্যমগ্রাম পুর এলাকার ২৫ নম্বর ওয়ার্ডে।

এখানে এলাকার দুঃস্থ মানুষের কাছে খাদ্যদ্রব্য পৌঁছে দিতে উদ্যোগী হয়েছেন ওয়ার্ড সচিব সুকুমার মণ্ডল। এ পর্যন্ত প্রায় ২ হাজার মানুষের হাতে তিনি তুলে দিয়েছেন বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী।

চাল,ডাল,আলু,পেঁয়াজের পাশাপাশি নুন,সাবান, বিস্কুটও বিলি করেছেন তিনি। সারা বছরই বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকা সুকুমারবাবু জানান, সামাজিক দারবদ্ধতা থেকেই তাঁর উদ্যোগ। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ ধরনের উদ্যোগ চলবে। তিনি জানান, লকডাউনের জেরে গরিব এবং সাধারণ মানুষের যাতে কোনও সমস্যা না হয়, সেদিকে তাঁরা লক্ষ্য রাখবেন।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img